২০ লাখ ভারতীয়কে এআই দক্ষতা শেখাবে মাইক্রোসফট

৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:০৯  

২০২৫ সাল নাগাদ অন্তত ২০ লাখ ভারতীয়কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দক্ষতা শেখাবে মাইক্রোসফট। বুধবার সফটওয়্যার জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এই তথ্য জানান। খবর রয়টার্স।

এআই আচার-ব্যবহার ও নিয়ন্ত্রণে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারষ্পরিক সহযোগিতার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক হবে বলে জানিয়েছেন মাইক্রোসফট প্রধান।

দেশটির টায়ার-২ ও টায়ার-৩ শহরগুলোর পাশাপাশি প্রান্তিক অঞ্চলের জনগণকেও এই প্রশিক্ষণ দেয়া হবে।

ডিবিটেক/বিএমটি