২০ লাখ ভারতীয়কে এআই দক্ষতা শেখাবে মাইক্রোসফট
২০২৫ সাল নাগাদ অন্তত ২০ লাখ ভারতীয়কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দক্ষতা শেখাবে মাইক্রোসফট। বুধবার সফটওয়্যার জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এই তথ্য জানান। খবর রয়টার্স।
এআই আচার-ব্যবহার ও নিয়ন্ত্রণে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারষ্পরিক সহযোগিতার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক হবে বলে জানিয়েছেন মাইক্রোসফট প্রধান।
দেশটির টায়ার-২ ও টায়ার-৩ শহরগুলোর পাশাপাশি প্রান্তিক অঞ্চলের জনগণকেও এই প্রশিক্ষণ দেয়া হবে।
ডিবিটেক/বিএমটি







